অনলাইন ডেস্ক॥
এবার শসার বাম্পার ফলন হয়েছে কুমিল্লায়। এই জেলার নাঙ্গলকোট উপজেলায় ধানের জমিতেই শসার চাষাবাদ করেছেন কৃষকরা। এদিকে অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে ভালো। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। শসার উৎপাদন সাধারণত গরমের সময় বেশি হয়ে থাকে। বেশ কয়েক জাতের শসা রয়েছে। বিঘা প্রতি খরচ হয় ১০ হাজার আর বিক্রি হয় ২০ হাজার টাকায়। লাভ বেশি হওয়ায় শসার চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই।
একজন শসা চাষি বলেন, ৬০ শতক জায়গা শসা চাষ করেছেন তিনি। ফলনও অনেক ভালো হয়েছে। নিয়মিত শসা বিক্রি করে খরচ ওঠে এখন লাভের উপর আছেন বলে জানালেন তিনি। আরেক শসা চাষি জানান, তিনি এ মৌসুমে ৩০ শতক জমিতে শসার আবাদ করেছেন। যাতে খরচ হয়েছে ৭০ হাজার টাকা। এতে বিক্রি উঠবে হবে ১ লাখ ৪০ হাজার টাকা। এবার আবহাওয়া ভালো রয়েছে। বাজারে শসার ভালো দাম পাওয়া যাচ্ছে। তাই লাভবান হচ্ছেন কৃষক।
গোমকোট গ্রামের এক কৃষক প্রায় দুই একর জমিতে শসার চাষ করেছেন। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। প্রথম দিকে বৃষ্টি কম হওয়া বীজ বপন করলে চারা কম উঠে। আবার কিছু কিছু চারা গাছও মারা যায়। পরে আবার গাছ লাগান তিনি। গত ১৫ দিন ধরে শসা বিক্রি শুরু করেছেন তিনি। এভাবে আরো ৭-৮ বার শসা তুললে ১ লাখ ৫০ টাকার মতো বিক্রি হবে আশা করছেনা।
উপজেলা কৃষি অফিসার জানান, চলতি মৌসুমে উপজেলার ৪৫ হেক্টর জমিতে শসার চাষ করা হয়। আবহাওয়া ভালো থাকায় বাজারে শসার ব্যাপক চাহিদা রয়েছে। ভালো দামও পাচ্ছেন তারা। আর কৃষি অফিস থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে।
+ There are no comments
Add yours