কুড়িগ্রাম থেকে সোহেল রানা:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ০৩ ঘটিকার সময় রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম।
এ সময় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।
উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম ফাতেমা।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা,মোঃ মনোয়ার হোসেন, ঘড়িয়ালডাঙ্গা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান,আব্দুল কুদ্দুস প্রামানিক,
চাকিরপশার ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও সাংবাদিক সহ শপথ গ্রহণ অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামের রাজারহাটে ইউপি সদস্যদের শপথ গ্রহন

+ There are no comments
Add yours