অনলাইন ডেস্ক :
প্রচণ্ড গরমের তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থায় অনেকেরই মনে হয় একটু বৃষ্টি হলে বেশ হতো। তখন বৃষ্টির জন্য একটু স্বস্তির বাতাসের জন্য মন আনচান করে। তবে চাইলেই তো শহরজুড়ে বৃষ্টি নামানো যায় না। বৃষ্টি তো সম্পূর্ণ প্রাকৃতিক ব্যাপার। কিন্তু অবাক করার মতো এক ঘটনা জানাবো আজ। বিজ্ঞানের জাদুর কাঠির ছোঁয়ায় কৃত্রিম বৃষ্টিতেই স্বস্তি পেল এক শহরবাসী। এবার শুনুন আসল ঘটনা।
না, কোনো কল্পকাহিনী নয়, বাস্তবেই প্রচণ্ড গরম কমাতে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইতে নামানো হয়েছে কৃত্রিম বৃষ্টি। নিশ্চয়ই অবাক হলেন-তাই বলে বৃষ্টিও কি কৃত্রিমভাবে নামানো সম্ভব!
সেখানকার তাপমাত্রার পারদ ছাড়িয়ে গিয়েছিল ৫০ ডিগ্রি সেলসিয়াসের মতো। এরফলে গরমে নাজেহাল শহরবাসীকে স্বস্তি দিতে ড্রোন প্রযুক্তির সাহায্যে নামানো হয়েছে কৃত্রিম বৃষ্টি।
ড্রোনের সাহায্যে আকাশে তৈরি করা হয়েছে মেঘ, যাকে বিজ্ঞানীরা বলছেন মেঘ বপন পদ্ধতি। সেই মেঘের মধ্যে ইলেকট্রিক্যাল চার্জ দিয়ে নামানো হয়েছে বৃষ্টি।
বিষয়টি আগে থেকেই জানিয়ে দেওয়ায় বৃষ্টিতে ভিজে নাকাল হতে হয়নি দুবাইবাসীকে। বরং প্রচণ্ড গরমের পর স্বস্তির বৃষ্টি উপভোগ করেছেন তারা। এর আগে যুক্তরাষ্ট্রেও কৃত্রিম বৃষ্টি নামানো হয়েছিল।কৃত্রিম বৃষ্টি বিশ্বের খরার সমস্যা দূর করতে পারবে কী না সেটাই এখন বিজ্ঞানীদের গবেষণার বিষয়। কৃত্রিম অনেক কিছুই আমরা দেখে বা শোনে অভ্যস্ত। শেষ পর্যন্ত কৃত্রিম বৃষ্টির খবরও শোনা গেলো।
+ There are no comments
Add yours