(গাজায় অনাহারীদের প্রতি সমবেদনা)
কেউ একটা রুটি দেবে আমায়!
রুদ্র মোহাম্মদ ইদ্রিস
***
ভোরের সূর্য ফুটতেই মনে হলো
আজ অন্তত কেউ একটা রুটি দেবে আমায়!
পা এবং হাতের ক্ষত সারাতে কোথায় যাবো?
হাসপাতাল গুড়িয়ে দিয়েছে নমরুদ বাহিনী
ছোট বোনটি কাল থেকে একটা কথাও বলেনি
সম্ভবত সে অনাহারে কথা বলার শক্তি হারিয়েছে
আর কতক্ষণ পর জ্ঞান হারাবে!
মানুষ কি নেই পৃথিবীতে?
জানোয়ারের বিপরীতে অন্তত; একটা মানুষ!
আমি জানি এই মুহূর্তে স্বপ্ন আর আশা
এই দুইয়ের সাথেই আমার বসবাস।
১৮.১১.২০২৩
+ There are no comments
Add yours