আলমগীর ওসমান ভূঁইয়া স্টাফ রিপোর্টার॥
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গাউছিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জাগরণ সামাজিক সংগঠণের সহযোগিতার এ আর ডি পরিবারমুখি সমন্বিত স্বাস্থ্য সহায়তা প্রকল্পের মাধ্যমে বুধবার সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাদ মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শামীমা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. গোলাম মোর্তুজা, ডাক্তার গোপা পাল, ডাক্তার ইসমাইল ভূঁইয়া, বাসুদেব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগরণ সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আফজাল হোসেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান রেজবী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলমগীর ওসমান ভূঁইয়া, একুশ আমার সম্পাদক সাইফুল আলম ও জাগরণ সংগঠনের যুগ্ন সাধারন সম্পাদক বাদল মিয়া প্রমুখ।
দিনব্যাপী এই ক্যাম্পেইনে প্রায় ৪০০ শত রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এই চিকিৎসাসেবাটি অব্যাহত রাখার উপর বক্তারা গুরুত্বারারোপ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ধরণের মানবসেবা একটি মহৎ কাজ। এটি অব্যাহত থাকলে সমাজের উপকার হবে।
+ There are no comments
Add yours