বিনোদন ডেস্ক॥ বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনাই তার ক্যারিয়ার শেষ হয়েছে বলে মনে করেন সালমান খানের হাত ধরে বলিউডে অভিষেক হওয়া অভিনেত্রী জেরিন খান। খবর হিন্দুস্থান টাইমসের। সম্প্রতি ভক্তদের যেমন খুশি প্রশ্ন করার সুযোগ দিয়েছিলেন জেরিন। সেখানে একজন জানতে চান, ‘ক্যারিয়ারের শুরু থেকেই ক্যাটরিনার সঙ্গে আপনাকে তুলনা করা হয়েছে, সেটা কীভাবে আপনার ক্যারিয়ারকে প্রভাবিত করেছে?’
প্রশ্নের উত্তরে জেরিন জানান, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করি, তখন আমি ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া শিশু ছিলাম। আমার কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না। তাই ক্যাটরিনার সঙ্গে তুলনা শুনে আমার বেশ ভালো লাগত, কারণ আমিও তার ভক্ত। কিন্তু এই তুলনাটাই আমার ক্যারিয়ারের কাল হয়ে যায়, ইন্ডাস্ট্রির লোকজন আমাকে নিজস্বতা প্রমাণের সুযোগই দিল না কখনও।’
হিন্দির পাশাপাশি পাঞ্জাবি, তেলেগু, তামিল সিনেমায় কাজ করেছেন জেরিন খান। কিন্তু সর্বত্রই ক্যাটরিনার ‘কপিক্যাট’ হিসেবে তাকে নিয়ে আলোচনা হয়েছে।
+ There are no comments
Add yours