অনলাইন ডেস্ক নিউজ॥
পাকিস্তানের সুন্দরী ক্রিকেট উপস্থাপিকা জাইনাব আব্বাসকে ভারতের বিশ্বকাপ আসর থেকে বহিষ্কার করা হয়েছে।
নয় বছর আগে হিন্দু ধর্ম ও ভারত বিরোধী নিরন্তর প্রচারের জন্য জাইনাবকে বিশ্বকাপ আসর থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।
আইসিসি এবং বিসিসিআই এর অনুমোদনে বিশ্বকাপ সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস জাইনাব আব্বাসকে ভারতে বিশ্বকাপের জন্য নিয়োগ করেছিল।
জাইনাব আব্বাস কাজও শুরু করেছিলেন। কিন্তু, ভারতীয় এক আইনজীবী বিনীত জিন্দাল ভারতীয় দণ্ডবিধির একশ পঞ্চাশ-এ ধারায় জাইনাব আব্বাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এই মামলার আবেদন জানানো হয়, হিন্দু ধর্মের প্রতি অবমাননাকারী এবং ভারত বিদ্বেষী জাইনাব আব্বাস যেন ভারতে বিশ্বকাপের সম্প্রচার করতে না পারেন।
+ There are no comments
Add yours