কবি: জায়েদা আনোয়ারী মিনৃু
কবিতা: বাবা
বাবা তুমি আল্লাহর কাছে পাওয়া
রহমতের এক শ্রেষ্ঠ উপহার
বটবৃক্ষের মত শীতল ছোঁয়া
পৃথিবীতে তুলনা নেই তার।
ভালোবাসার অতল সাগর তুমি
শুকায় না সেই সাগর নিরবধি
আবদারের ঝাঁপি সাদরে দাও চুমি
কষ্ট হলেও গোপনে ঢাকো অতি।
নিজের খুশি বলি দাও অকাতরে
ঘামের দামে কেনো পরিবারের সুখ
সন্তানের নাম লেখো বুকের পাঁজরে
জীবন বিলাও তাড়াতে তাদের দুখ।
বাবা তুমি নিজের তরে নও
সবার সুখে হাসো কতই সুখে
সব বিপদেই কতই সজাগ রও
ভালোবাসায় আগলে রাখো বুকে।
সবার জীবনে বাবাই আসল হিরো
হিরন্ময় তার বর্ণিল ভালোবাসা
বাবাহীন জীবন একেবারেই হয় জিরো
বুকের কোণে হাহাকার ভরা হতাশা।
পৃথিবীর সব বাবাই থাকুক ভালো
নত মস্তকে জানাই হাজার সালাম
হৃদয়ে জ্বলুক ভালোবাসার আলো
আল্লহর কাছে জানাই শান্তি কালাম।
১৮.০৬.২৩
সহকারি অধ্যাপক
ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজ
গাইবান্ধা।
+ There are no comments
Add yours