অনলাইন ডেস্ক॥
মাত্র সাত মাসের ছোট্ট ওজিহা। কিছু বুঝে ওঠার বয়স হয়নি তার। মা ও দুই ভাইকে হত্যার ঘটনা ছুঁয়ে যায়নি তাকে। তবে মানুষ দেখলেই ভয়ে আঁতকে ওঠে সে। মাঝেমধ্যে কেঁদে ওঠে ওজিহা। ক্ষুধায় কাতর হয়ে কখনো ঘুমিয়ে পড়ছে। একটু পরেই জেগে খুঁজছে মাকে। ফলে নিজ বাড়ি থেকে একটু দূরে তাকে সরিয়ে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চর ছয়ানী গ্রামের বাসিন্দা প্রবাসী শাহ আলম সরকার ও গৃহিণী জেসি আক্তারের তৃতীয় সন্তান ছোট্ট ওজিহা। মঙ্গলবার ভোরে মা ও তার বড় দুই ভাই মাহিন ও মহিনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
পারিবারিক সূত্র জানায়, শাহ আলম সর্বশেষ প্রবাসে যান বছরখানেক আগে। এরপরই জন্ম হয় ওজিহার। মেয়েকে দেখার জন্য দ্রুতই দেশে আসার কথা বলছিলেন শাহ আলম। এখন স্ত্রী ও দুই ছেলের হত্যাকাণ্ডের খবর পেয়ে তিনি দেশে আসছেন। তারপর দাফন করা হবে মরদেহ।
ওজিহার দাদা সুলতান সরকার জানান, সাত মাস বয়সী নাতনিকে আপাতত তার চাচি খালেদার কাছে রাখা হয়েছে।
বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলম জানান, ধারণা করা হচ্ছে, তাদের ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। বাড়ি থেকে কোনো কিছু খোয়া যায়নি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। দ্রুত হত্যা রহস্য উন্মোচিত হবে।
+ There are no comments
Add yours