অনলাইন ডেস্ক॥
এআই’ ব্যবহার করে বিখ্যাত ব্যক্তিদের ছবি বিকৃত করা বর্তমানে একটি ‘ট্রেন্ডে’ পরিণত হয়েছে। যার সর্বশেষ শিকার কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভেরিফায়েড অনেক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হচ্ছে এসব ছবি।
বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও এবার উদ্বেগ প্রকাশ করলেন সারা। ইনস্টাগ্রামে সারা লিখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের আনন্দ, দুঃখ ও প্রতিদিনের জীবন-যাপন মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার দারুণ একটি জায়গা। যদিও প্রযুক্তির কিছু অপব্যবহার দেখা বিরক্তিকর, যা সত্য থেকে অনেক দূরে। কিছু ‘‘ডিপফেক’’ ছবির শিকার আমিও হয়েছি, যা কোনোভাবেই সত্য নয়।’
এ বিষয়ে ‘এক্স’কে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে সারা বলেন, ‘এক্স-এ আমার নামে মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। আমার এক্স-এ কোনো অ্যাকাউন্ট নেই। এবং আমি আশা করি এক্স এই অ্যাকাউন্টগুলোর ব্যাপারে ব্যবস্থা নেবে।’
সারা আরও বলেন, ‘বিনোদন কখনো আসল ঘটনাকে চাপা দিয়ে হয় না। এমন সব বিনোদনকে উৎসাহিত করুন যেটি সত্য ও বাস্তবতার ওপর নির্ভরশীল।’
এবারের বিশ্বকাপে বেশ আলোচিত ছিলেন সারা টেন্ডুলকার। ভারতীয় ওপেনার শুভমান গিলের সঙ্গে প্রেমের গুঞ্জন আছে তার। গ্যালারি থেকে মাঠে থাকা গিলকে উদ্দেশ্য করে ‘সারা সারা’ চিৎকারও করেছেন দর্শকরা। যদিও এখনো প্রকাশে স্বীকার করেননি কেউই। বিশ্বকাপ চলাকালে একটি অনুষ্ঠানে দেখা গেছে তাদের।
+ There are no comments
Add yours