অনলাইন ডেস্ক॥
বাঙ্গালী নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা। মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ২০টি বাইচের নৌকা অংশগ্রহণ করে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে
গত দুই সপ্তাহ ধরে চলা এ নৌকা বাইচের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায়। বোচাদহ গ্রাম এলাকার দেওয়ানতলা রেলসেতু ও সড়কসেতু অংশে বিকেল থেকে এই বাইচ অনুষ্ঠিত হয়। এ নৌকা বাইচ দেখতে বাঙ্গালী নদীর দুই তীরে হাজার হাজার নারী-পুরুষ-শিশুসহ প্রায় লক্ষাধিক মানুষ ভীড় জমান। রং-বেরং এর সাজে ও জাতীয় পতাকা তুলে ধরা অংশগ্রহণকারী নৌকার মাঝি-মাল্লারা নানা বিভিন্ন জনপ্রিয় সঙ্গীত গেয়ে দর্শনার্থীদের মনোরঞ্জন করেন।
নৌকা বাইচের চুড়ান্ত প্রতিযোগিতায় সাঘাটা উপজেলার পাঁচপুর এক্সপ্রেস চ্যাম্পিয়ন, গোবিন্দগঞ্জের উলিপুর ময়ুরপঙ্খী প্রথম রানার্সআপ এবং ধুন্দিয়া তুফানতরী দ্বিতীয় রানার্সআপ হিসেবে বিজয়ী হয়।
বিজয়ী দলকে একটি মোটরসাইকেল, প্রথম রানার্সআপ দলকে একটি ফ্রিজ এবং দ্বিতীয় রানার্সআপ দলের হাতে একটি বাইসাইকেল পুরস্কার হিসেবে দেওয়া হয়।
+ There are no comments
Add yours