অনলাইন ডেস্ক॥
আবাসস্থল সংকট, জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকটসহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে। অথচ এক সময় ঝাঁক বেঁধে উড়ে বেড়াত হলদে পা হরিয়াল। এখন মাঝে মধ্যে দু-একটি পাখি দেখা গেলেও দলবদ্ধভাবে এখন আর দেখা যায় না।
বর্তমানে এ পাখি বিপন্নের তালিকায় স্থান করে নিতে বসেছে।
এ পাখি সম্পর্কে জানা গেছে, সাধারণত লম্বায় ২৫ থেকে ৩৩ সেন্টিমিটার হয়। এদের দেহের ওপরের অংশের রং হালকা ধূসর। ঘাড়ে লালচে ছোপ ও ডানায় সবুজাভ কালোর ওপর হলদে টান রয়েছে। বুকের নিচের অংশ, পেট ও তলপেট ধূসর। কাঁধে এক ফালি হালকা বেগুনি রং। লেজের ওপরের অংশের গোড়ায় জলপাই-হলদে বলয় থাকে। চোখের আইরিশের ভিতরের বলয়টি নীল ও বাইরেরটি গোলাপি। ঠোঁটের রং হালকা সবুজাভ। পা ও পায়ের আঙুল চকচকে হলুদ। এ পাখি ভারতীয় উপমহাদেশের। এটি ভারতের মহারাষ্ট্রের জাতীয় পাখির মর্যাদা পেয়েছে। তবে আমাদের দেশে এদের সংখ্যা খুবই কম। এরা বিভিন্ন ফল জাতীয় খাদ্য ও বাদাম জাতীয় তৈলবীজ খায়। ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াতে পছন্দ করে। গাছের উঁচু ডালে বসে থাকতে দেখা যায়। ডিসেম্বর থেকে জানুয়ারি তাদের প্রজনন সময়কাল। গাছের ডালে চিকন কাঠি দিয়ে বাসা বাঁধে।
+ There are no comments
Add yours