অনলাইন ডেস্ক॥
গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।
এরই মধ্যে গাজায় ইসরায়েলের বিমান হামলায় ৪৭টি মসজিদ ও সাতটি গির্জা ধ্বংস হয়েছে।
গাজার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এছাড়াও গত তিন সপ্তাহে ২০৩টি স্কুল এবং ৮০টি সরকারি অফিসও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস।
মিডিয়া অফিসের পরিচালক সালামা মারুফ জানান, ব্যাপক বোমা হামলার কারণে দুই লাখ ২০ হাজার আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩২ হাজার ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
সূত্র: আল জাজিরা
+ There are no comments
Add yours