গাজায় খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ করার আহ্বান জাতিসংঘ প্রধানের

Estimated read time 1 min read
Spread the love

আন্তর্জাতিক ডেস্ক॥

জাতিসংঘ মহাসচিব লিখেছেন, গাজায় জীবন রক্ষাকারী উপাদান যেমন খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ করতে হবে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ২৩ লাখ মানুষের বসবাস। এর মধ্যে ৮০ শতাংশ বিভিন্ন সংস্থার ত্রাণের ওপর নির্ভরশীল।

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত গাজায় জীবন রক্ষাকারী খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহের অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক্স-এ (সাবেক টুইটার) তিনি এই আহ্বান জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার সকালে হামলা শুরুর পর থেকেই ইসরায়েল গাজায় সব ধরনের সরবরাহ বন্ধ করে দেয়। এর মধ্যে ওষুধ ও খাবারও রয়েছে। গাজায় এখন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। খুব শিগগিরই তারা জরুরি খাবার ও পানির সংকটে পড়বে।

 

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours