অনলাইন ডেস্ক॥
মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন গাজা উপত্যকায় বসবাসকারী অন্তঃসত্ত্বা ৫০ হাজার নারী।
জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল ইউএনএফপিএ বলেছে, এসব নারী মাতৃত্বকালীন তাদের মৌলিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। এর মধ্যে ৫৫২২ জন নারীর আগামী মাসে সন্তান প্রসবের সময়।
ইউএনএফপিএ’র ফিলিস্তিনি বিষয়ক প্রতিনিধি ডোমিনিক অ্যালেন বলেন, নারীদের এই চূড়ান্ত সময়ে তাদের অবস্থা একবার কল্পনা করুন। তাদের নানা রকম জটিলতা হতে পারে। তাদের কাছে নেই কোনো অতিরিক্ত কাপড়চোপড়। নেই স্বাস্থ্যবিধি।
সামনের এক মিনিটে, এক ঘন্টায়, পরের দিনটি কিভাবে কাটবে তারা তা জানেন না। অ্যালেন আরও বলেন, হাসপাতালগুলো থেকে যেসব খবর পাওয়া যাচ্ছে অবরুদ্ধ গাজার তা আরও ভয়াবহ।
+ There are no comments
Add yours