অনলাইন ডেস্ক॥
প্রায় প্রতিদিন কোনো না কোনো দেশে ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। বিশ্ব রাজনীতিতে এখন হামাস-গাজা ইস্যুটি প্রাধান্য পাচ্ছে। বিভিন্ন দেশে ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
এই প্রেক্ষিতে ইসলাইলের গাজা আগ্রাসনে নাখোশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশ। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে মিসরের বিশেষ তৎপরতা। মিসর হঠাৎ করে গাজা সীমান্তে বিশাল সৈন্য সমাবেশ ঘটিয়েছে। এতে করে ইসরাইলী বাহিনীর মধ্যে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে আজ রাশিয়ার আহ্বানে জাতিসংঘে বিশেষ বৈঠক বসবে।
জানা যায়, ইসরাইল যখন নির্বিচারে বোমা বর্ষণ করে গাজা উপত্যকাকে ধ্বংস করে দিচ্ছে, স্থল হামলার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে, তখন গাজার রাফা সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে মিসর। একমাত্র রাফা ক্রসিং দিয়েই গাজার লোকজন মিসরে প্রবেশ করতে পারে।
খবরে প্রকাশ, ইসরাইল চাচ্ছে, হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তুকে সিনাই মরুভূমিতে ঠেলে দিতে। মিসর বলছে, এত বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে উৎখাত করাটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
তাছাড়া এটি মিসরের জন্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করার পাশাপাশি দেশটির ভঙ্গুর অর্থনীতিকে আরো বিধ্বস্ত করে ফেলতে পারে। গার্ডিয়ানে এমন মন্তব্যই করা হয়েছে।
+ There are no comments
Add yours