গানপ্রতি কত পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল, তার মোট সম্পত্তি কত?

Estimated read time 1 min read

বিনোদন ডেস্ক॥

তাাঁর কণ্ঠের জাদুতে বুঁদ করে রেখেছেন কোটি ভক্ত-অনুরাগীকে। বলিউডের সর্বকালের অন্যতম সেরা একজন গায়িকা তিনি। বলছি লাস্যময়ী সুন্দী কণ্ঠের যাদুকর শ্রেয়া ঘোষালের কথা। ইতিমধ্যে যাঁর ঝুলিতে রয়েছে পাঁচ-পাঁচটি জাতীয় পুরস্কার। এ ছাড়া শ্রেয়া ঘোষালকে সম্মানিত করেছে যুক্তরাষ্ট্রের সরকার। ২০০৩ সালে তিনি যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের নির্বাচিত সদস্যদের মাধ্যমে লন্ডনে সম্মানিত হন। হিন্দি ছাড়াও বাংলা থেকে হিন্দি, তামিল, তেলুগু, একাধিক ভাষায় গান গেয়েছেন শ্রেয়া। গানে যেমন সবার ওপরের সারিতে, তেমনি গানের পারিশ্রমিক ও নিজের সম্পত্তির দিক থেকেও শ্রেয়াকে সেরাই বলা যায়। ভারতের অন্যতম ধনী সংগীতশিল্পীদের মধ্যে শ্রেয়ার নাম ওপরের সারিতেই। শৈশব থেকেই গানের প্রতি অগাধ টান শ্রেয়ার। ছোটবেলা থেকেই শুরু হয়ে গিয়েছিল তালিম নেওয়া। ১৯৯৬ সালে ‘সারেগামাপা’র হাত ধরে প্রথম জনপ্রিয়তা পান শ্রেয়া। তখন তাঁর বয়স মাত্র ১২। সেই শোয়ের বিজয়ীর শিরোপা ওঠে তাঁর মাথায়। তার পরেই বলিউডে পা রাখেন শ্রেয়া। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’-এ গান করেন তিনি। সেই সিনেমার হাত ধরেই শুরু হয় তাঁর সাফল্যের যাত্রা।

বলিউডে দুই দশক পার করেছেন শ্রেয়া ঘোষাল। শ্রেয়ার সম্পত্তির পরিমাণ কিন্তু নিছক কম নয়। নিউজ ১৮-তে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, শ্রেয়ার মোট সম্পত্তির পরিমাণ ১৮০-১৯০ কোটি রুপি। একাধিক সংবাদমাধ্যমের দাবি, গানপ্রতি ২৫ লাখ রুপি করে নেন শ্রেয়া। গায়িকার বার্ষিক আয় চার কোটির কাছাকাছি। যদিও সম্পত্তি বিষয়ক কোনো তথ্যই গায়িকা বা তাঁর টিমের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে একাধিক প্রতিবেদনে এ তথ্যই উঠে এসেছে।

 

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours