গুজরাটে বজ্রপাতে নিহত ২০

Estimated read time 0 min read

অনলাইন ডেস্ক::
ভারতের গুজরাটের বিভিন্ন জায়গায় বজ্রপাতে অন্তত ২০ জন নিহত হয়েছে। অসময়ের প্রবল এই বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজ্যের জরুরি পরিষেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার রাজ্যজুড়ে প্রবল বৃষ্টি হয়েছে। আর তখন একের পর বজ্রপাত হয়েছে। এতে অন্তত ২০ জন নিহত হয়।
বজ্রপাতে দাহোদে চারজনের, ভারুচে তিনজনের তাপিতে দুইজনের এবং আহমেদাবাদ, আমরেলি, বনাসকান্থা, বাতোদ, খেড়া, মেহসানা, পাঁচমহল, সবরকান্থা, সুরাত, সুরেন্দ্রনগর ও দেবভূমি দ্বারকায় একজন করে মারা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গুজরাটের সুরাত, সুরেন্দ্রনগর, খেড়া, তাপি, ভারুচ ও আমরেলিতে ১৬ ঘণ্টায় ৫০ থেকে ১১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্সে লিখেছেন, “গুজরাটের বিভিন্ন জেলায় বাজ পড়ে এতজনের মৃত্যু হওয়ায় আমি শোকার্ত। আমি মৃতের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ত্রাণের কাজ করছে।” সূত্র: ইন্ডিয়া টুডে

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours