অনলাইন ডেস্ক॥
আগামীকাল বুধবারের মধ্যেই ঘোষণা করা হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। সেই লক্ষ্যে তফসিল ঘোষণার সার্বিক কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ৬ অথবা ৭ জানুয়ারি ভোটের তারিখ ঘোষণা করা হতে পারে। ইসি সূত্রে এ তথ্য পাওয়া গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, কমিশন বলেছেন যে, নভেম্বর মাসের প্রথমার্ধে, তো প্রথমার্ধের এখনো সময় আছে। আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন।
ইসির সংশ্লিষ্টরা বলছেন, তফসিল ঘোষণার লক্ষ্যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচন ভবনে সব ধরনের দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে গেজেট আজ মঙ্গলবার প্রকাশ করার সিদ্ধান্ত আছে কমিশনের। গেজেট শেষে আজ অথবা কাল সকালে ঐ দুই আসনের নির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ অনুষ্ঠিত হবে। এ কারণে আজ তফসিল ঘোষণা না-ও হতে পারে। এজন্য বুধবার তফসিল ঘোষণার জন্য উপযুক্ত বিবেচনা করেছে ইসি।
+ There are no comments
Add yours