অনলাইন ডেস্ক॥
চাকরিটা শুধুই সিনেমা দেখা। তার জন্যই মিলবে মোটা অঙ্কের বেতন। চলুন জেনে আসি বিস্তারিত। চাকুরিতে কর্মী হিসেবে নিয়োগ দিতে এবার সিনেমাপ্রেমীদের খুঁজছে ব্লুমসিবক্স নামে এক মার্কিন প্রতিষ্ঠান। আর এজনই প্রতিমাসে বেতন দেয়া হবে ২ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আড়াই লাখ টাকারও বেশি।
জানা গিয়েছে, আর এজন্য ওই প্রতিষ্ঠানটি সিনেমার তালিকাও প্রকাশ করেছে। সবগুলো সিনেমাই বড়দিনকেন্দ্রিক। নিয়োগপ্রাপ্তরা এই সিনেমাগুলো দেখে প্রত্যেকটির আলাদা করে রিভিউ লিখে ইনস্টাগ্রামে পোস্ট করবেন। ফেস্টভিটি ফ্যাক্টর, টিয়ারজার্কার টেস্ট, রসায়ন ও বারবার দেখার প্রবণতা চেক করে লিখবেন তারা।
সিনেমা দেখার সময় দর্শকদের গরম কফি, দুই জোড়া ভালো মোজা, পিককে এক বছরের সাবস্ক্রিপশন ও বারো মাসে ফুলের তোড়ার ব্যবস্থা করবে। প্রতি মাসেই দর্শকদের বাড়িতে পৌঁছাবে তাজা তাজা ফুল।
নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে লেখা হয়, ‘আমরা চাই আমাদের কর্মীরা সবচয়ে ভালো মুডে সিনেমাগুলো দেখবে।
তাই আমরা তাদের গরম কফি, দুই জোড়া আল্ট্রাকজি মোজা এবং পিককের এক বছরের সাবস্ক্রিপশন দিচ্ছি। তারা বলেন, ‘চূড়ান্ত বিজয়ীদের আমরা বারো মাস ফুল পাঠাবো। প্রতি মাসেই তাদের দরজায় পৌঁছে যাবে মৌসুমের সবচেয়ে তাজা ফুল।
তো সুযোগ খুঁজে আপনিও পেতে পারেন এই লোভনীয় চাকরিটা।
+ There are no comments
Add yours