সফিকুল ইসলাম বাদল ( স্টাফ রিপোর্টা ) :
৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ৩১ জানুয়ারি। আর সেই নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় প্রতিক নৌকার মনোনয়ন পেতে দলের নিয়ম অনুযায়ী মনোনয়ন ফরম সংগ্রহ করতে ভীড় করছেন প্রার্থীরা। বিদ্যাকুট ইউনিয়নের থেকে আওয়ামীলীগের নেতা মোঃ জীবন মিয়া, কৃষ্ণনগর ইউনিয়নের থেকে জিল্লুর রহমান, কাইতলা দহ্মিন ইউনিয়নের থেকে সৈয়দ আজাদ মিয়া, বিটঘর ইউনিয়নের থেকে মোঃ সুলতান আহমেদ ভুইয়া,বিটঘর ইউনিয়নের থেকে মাহামুদ রহমান রাজিব, মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজ মঙ্গলবার উপজেলা দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা একাধিক ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছাস লক্ষ্য করা গেছে। কেউ কেউ আবার নিজেকে যোগ্য হিসেবেও দাবি করছেন। এসময় দলীয় কার্যালয় চত্বরে উৎসবের আমেজ সৃষ্টি হিয়। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছ নির্দিষ্ট পরিমান ফ্রি বিনিময়ে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা।
+ There are no comments
Add yours