অনলাইন ডেস্ক॥
চোটে পড়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে টাইগার অধিনায়ক খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনো আসেনি কোনো নিশ্চিত ঘোষণা। এরইমধ্যে আবার সাকিবকে হাসপাতালে নেয়া হলো। আজ দ্বিতীয়বারের মতো স্ক্যান করানো হবে বিশ্বসেরা অলরাউন্ডারের।
আগামীকাল দুপুর আড়াইটায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
গত ১৩ই অক্টোবর বিশ্বকাপে নিজেদের সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে মাংসপেশিতে চোট পান সাকিব আল হাসান। এতে আগামীকাল ভারতের মোকাবিলায় টাইগার অধিনায়কের উপস্থিতি নিয়ে জাগে শঙ্কা। যদিও সাকিব বলেছিলেন, চোট নিয়েও ভারতের বিপক্ষে খেলতে চান তিনি।
+ There are no comments
Add yours