অনলাইন ডেস্ক॥
শুভশ্রী ওপার বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। শনিবার রাত বারোটা বাজতেই ভালোবাসা-শুভেচ্ছায় ভাসলেন নায়িকা। কারণ সেদিন ছিল অভিনেত্রীর জন্মদিন।
এদিকে রাজ-শুভশ্রীর ঘরে আরও এক নতুন অতিথি আসছে, চলতি বছরেই স্বামী-স্ত্রী একসঙ্গে এ ঘোষণা করেছিলেন। তারপর থেকেই মুখিয়ে ভক্তরা, কবে আসবে সেই ‘শুভদিন’। নতুন মানুষের জন্য অপেক্ষার মধ্যেই জন্মদিনে কাছের মানুষরা ভালোবাসা-শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রীকে।
পরিবার-পরিজন থেকে শুরু করে কাছের মানুষদের শুভেচ্ছা বন্যা বয়ে গেছে বলা চলে। অভিনেত্রীকে রাত ১২টার পরই সামাজিক মাধ্যমে তার ননদের কন্যারা বিভিন্ন মেসেজ করে ভালোবাসা জানিয়েছেন। লিখেছেন ‘মামি কা বার্থ ডে।’ এছাড়াও অভিনেত্রী প্রতিদিন যাদের সঙ্গে কাজ করেন, তারাও শুভেচ্ছা জানান।
+ There are no comments
Add yours