বিনোদন ডেস্ক॥
নাম উল্লেখ না করলেও কথাটি তিনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন, তা বুঝতে আর কারও বাকি নেই!
স্ট্যাটাসে নামটি খোলাসা না করলেও বিভিন্ন জনের মন্তব্যের রিপ্লেতে ক্ষুব্ধ পরীমনির ইঙ্গিত স্পষ্টতই শরীফুল রাজের প্রতি।
সেলিব্রেটি ক্রিকেট লীগে দল ঘোষণার আগে থেকেই আয়োজকদের একাধিক ইভেন্টে উপস্থিত থাকতে দেখা গেছে চিত্রনায়িকা পরীমনিকে।
ক্রিকেট ম্যাচে এই নায়িকার অংশগ্রহণ করার কথাও নিশ্চিত করেছিলেন আয়োজকরা। সবাই ধরেও নিয়েছিলেন, তারকাদের এই ক্রিকেট লীগে অন্য অনেকের সঙ্গে দেখা যাবে পরীকে!
কিন্তু বৃহস্পতি-শুক্রবারের ম্যাচগুলোতে পরীকে দেখা যায়নি। কেন অংশ নেননি, এ বিষয়ে কারণ ছিল অজানা।
কিন্তু শনিবার সকালে নিজেই সিসিএলে অংশ না নেয়ার কারণ জানালেন এই নায়িকা। ২৮শে সেপ্টেম্বর থেকে মিরপুর ইনডোর ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ৩ দিনব্যাপী তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শুক্রবার রাতে মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে মারামারির ঘটনায় প্রশ্নবিদ্ধ পুরো টুর্নামেন্ট!
এরমধ্যে দীপংকর দীপনের দলের এক নায়িকা রাজ রিপার অভিযোগ, মোস্তফা কামাল রাজের দলের খেলোয়াড় ও চিত্রনায়ক শরিফুল রাজ তার গায়ে হাত তুলেছে! এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো শোরগোল!
এরমধ্যেই চিত্রনায়িকা পরীমনি বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে জানালেন সিসিএলে তার অংশ না নেয়ার কারণ! গতকাল পরী তার স্ট্যাটাসে লেখেন, এই অ্যাগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাইনি সিসিএল-এ, আল্লাহ বাঁচাইছে।
+ There are no comments
Add yours