বিনোদন ডেস্ক॥
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী অমলা পল অবশেষে তাঁর প্রেমিককে প্রকাশ্যে গ্রহণ করে নিলেন।
২৬ অক্টোবর, নিজের ৩২তম জন্মদিনে জীবনের সেরা চমক পেয়েছেন এই অভিনেত্রী। তাঁর জন্মদিন উদযাপন করার সময় অভিনেত্রীর প্রেমিক জগৎ দেশাই হাঁটু গেড়ে বসে তাঁকে প্রেমের প্রস্তাব দেন এবং অমলা সেই প্রস্তাব আনন্দের সঙ্গে গ্রহণ করেন।
দীর্ঘদিন ধরেই জগৎ দেশাইয়ের সঙ্গে ডেট করছেন অমলা।
তবে অমলার জন্মদিনে নিজের ভালোবাসা জাহির করলেন জগৎ। আর তা সাদরে গ্রহণও করলেন অভিনেত্রী। দুজনের প্রেমের নতুন অধ্যায়ের সূচনা হলো প্রকাশ্যেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুজনের ছবি ও ভিডিও এখন ভাইরাল।
+ There are no comments
Add yours