অনলাইন ডেস্ক॥
টাকার বিনিময়ে ‘বউ’ বিক্রি হয় এই দেশে। এই প্রথার নাম ‘মানি ম্যারেজ’।
বিষয়টা একটু খোলাসা করেই বলি। এখনো টাকার জোরে অনায়াসেই বউ বেচাকেনা হয় আফ্রিকার দেশ নাইজেরিয়ায়। কারা এরা? যারা টাকা দিয়ে বউ কেনেন?
জানা গিয়েছে, সেখানকার ধনে জনে সম্পদে বিত্তবানরা চাইলেই সেখানকার দরিদ্র মেয়েদের টাকা দিয়ে কিনে নিতে পারেন।
আরো জানা গেছে, অর্থের বিনিময়েই ইচ্ছেমতো মেয়েকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের হাতে তুলে দেওয়া হচ্ছে এই নাইজেরিয়ায়। য
দিও ২৫ বছর আগে এ ধরনের বিয়ে নিষিদ্ধ করেছে নাইজেরিয়ার সরকার। তার পরেও সেখানকার সমাজে এই প্রথায় বিয়ে হচ্ছে। এখনও তা চলছে। নাইজেরিয়ার কমিউনিটি লিডার ওনামাতোপে সানডে ইনচেলে এ ধরনের ঘটনার নারীদের পাশে দাঁড়িয়েছেন। তিনি জানান, গত শতাব্দীর ৯০ এর দশকেই এ ধরনের বিবাহ প্রথা বাতিল করা হয়েছে। এখন প্রকাশ্যে এসে তো কোনো ব্যক্তি বলে না, আমি টাকার বিনিময়ে আপনার মেয়েকে বিয়ে করতে চাই।
তিনি আরো বলেন, আর্থিক অনটনে থাকা পরিবারগুলোই অর্থের বিনিময়ে তাদের মেয়েদের স্বেচ্ছায় এ ধরনের বিয়ে দিয়ে থাকেন। কোনো বাবা অসুস্থ হলে কিংবা পুলিশি মামলায় জড়িয়ে পড়লে এ ধরনের ঘটনা ঘটে। তার মতে, এ ধরনের বিয়ে আসলে এক ধরনের দাসপ্রথা। এ ধরনের বিয়ের বিষয়টিকে বলা হয় ‘মানি ওয়াইফ’ বা টাকায় কেনা বউ।
+ There are no comments
Add yours