অনলাইন ডেস্ক॥
টায়ার ব্যবসা করে একজন সফল বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে নিজেকে বিদেশের মাটিতে প্রতিষ্ঠিত করেছেন মো. সাইফুল।
ফরিদপুরের রাজবাড়ীর ছেলে সাইফুলের মালাক্কায় বর্তমানে টায়ারের জমজমাট ব্যবসা। ফোররং এলাকায় ৫৭ হাজার বর্গমিটার জায়গা জুড়ে পরিচালনা করছেন এ ব্যবসা। ২০১২ সাল পর্যন্ত টায়ারের দোকানে কাজ করেছেন জানিয়ে সাইফুল বলেন, ২০০৬ সালে বিয়ের পরই তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে।
এর মধ্যে ২০১১ সালে ১৭ লাখ রিঙ্গিতে ৫৭ হাজার বর্গফুট জায়গা কিনে সেখানে শুলু করেন টায়ার ব্যবসা।
মালাক্কায় একমাত্র বাংলাদেশি টায়ার ব্যবসায়ী সাইফুল জানান, তিনি ১০ বছর ধরে ব্যবসা পরিচালনা করছেন। এখানে আসলে যে কাউকেই টায়ার কিনতেই হবে, কারণ তার এখানে সব ধরনের টায়ার পাওয়া যায়। জাপান, চীন থেকে টায়ার আমদানি করেন সাইফুল। নতুন নতুন টায়ারের পাশাপাশি বাইরে থেকে আনা সেকেন্ডহ্যান্ড টায়ারও পাওয়া যায় ‘সাইফুল টায়ার সার্ভিস’ এ।
তার রয়েছে সম্পূর্ণ কম্পিউটারাজইড পদ্ধতিতে টায়ার ব্যালান্সিংয়ের ব্যবস্থা। কারখানায় কর্মরত ১০ শ্রমিকের ৫ জন বাংলাদেশি। প্রতিমাসে অন্তত তিন কন্টেনার অর্থাৎ ৮শ’ টায়ার বিক্রি করেন সাইফুল। রাজধানীর উত্তরখানে নিজের একটি বাড়ি রয়েছে সাইফুলের।
+ There are no comments
Add yours