স্টাফ রিপোর্টার॥
ঢাকায় রাজনৈতিক দলের কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর বিএনপি-জামাতের হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)।
আজ ৩০ অক্টোবর সোমবার দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিক নেতারা। মিছিলটি শ্লোগান সহকারে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণ গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন। এতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মি এবং সদস্যরা অংশগ্রহন করেন।
+ There are no comments
Add yours