স্টাফ রিপোর্টার॥
তিনি ছিলেন প্রায় আড়াই ঘন্টা। উপস্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানালেন, কোনো রাজনৈতিক সমাবেশেও তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এত সময় দিতে পারেন না।
পুরো সময়জুড়ে তিনি ১৪ ইউনিট প্রধানসহ ১৭ জনের বক্তব্য শুনলেন।
পরবর্তীতে তাঁদের দাবির নানা বিষয়েও আশ্বস্থ করলেন।
তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার এসেছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি সম্মেলনে।
জাতীয় প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সম্মেলনের শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার বক্তব্য থেকে কিছু কিছু নোট নেন।
বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের জন্য জেলায় জেলায় আবাসন প্রকল্প করা এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন। উপস্থিত সাংবাদিক নেতারা বললেন, কৃতজ্ঞতা সাধারণ মানুষের প্রিয় মানুষ শেখ হাসিনা।
এদিকে বক্তব্য রাখতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ করার দাবি জানান ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ের সভাপতি দীপক চৌধরী বাপ্পি।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ ও কোষাধ্যক্ষ আজিজুল আলম সঞ্চয়।
+ There are no comments
Add yours