অনলাইন ডেস্ক॥
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া কালি নদীর পাড়ে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনের লালন মেলা।
বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৩তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়ার লালন একাডেমি এ মেলার আয়োজন করেছে।
তিন দিনের এই উৎসবকে ঘিরে ইতোমধ্যে দূর-দূরান্ত থেকে লালনভক্তরা জড়ো হতে শুরু করেছেন ছেঁউড়িয়ায়। সাধু-ভক্তদের আড্ডায় মুখর হয়ে উঠেছে লালন আখড়া। এ বছরও লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে লালন মাজারকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। এখন চলছে আলোক সজ্জা, পরিচ্ছন্নতা, মঞ্চ তৈরিসহ আরও নানা আয়োজন।
শেষ প্রস্তুতিটুকু সেরে নিচ্ছেন আখড়াবাড়িকে ঘিরে এ মেলায় অংশ নিতে আসা দোকানিরা। দেশি-বিদেশি দর্শনার্থী, সাধক ও বাউল দর্শনের ভাবাবেগে উৎসুক দর্শকদের ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
+ There are no comments
Add yours