বিনোদন ডেস্ক॥
ভারতের আলোচিত টিভি শো ‘কফি উইথ করণ’–এ প্রথমবারের মতো আসছেন বলিউডের তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
পুরো পর্ব প্রচারের আগেই অন্ষ্ঠুানের অংশবিশেষ ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
কয়েক সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ‘ভাইরাল’ হয়েছে।
এতে দেখা গেছে, ‘তোমরা গোপনে বাগ্দান সেরেছ?’, উপস্থাপক করণ জোহরের এমন প্রশ্নের জবাবে রণবীর সিং স্বীকার করেন, তিন বছর আগে ২০১৫ সালে গোপনে বাগ্দান সেরেছেন তাঁরা।
রণবীরের ভাষ্যে, ‘অন্য কেউ তাঁর সঙ্গে বাগ্দান করার আগেই আমি বাগ্দান করে ফেলেছি।’ পাশ থেকে দীপিকা রসিকতার সুরে বলেন, ‘অগ্রিম বুকিং’।
+ There are no comments
Add yours