মো: সোহেল রানা ( কুড়িগ্রাম জেলা প্রতিনিধি )
তিস্তা নদী সুরক্ষা ও মেঘাপ্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষে কুড়িগ্রামের রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে আজ দুপুরে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছে তিস্তা বাঁচাঁও-নদী বাঁচাঁও সংগ্রাম পরিষদ। বক্তরা বলেন গত কয়েক বছরে উপজেলার ৩টি ইউনিয়নে হাজার-হাজার ঘর-বাড়ি নদীগর্ভে বীলিন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড শুধু বর্ষার মৌসুমে কোটি-কোট টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধে বৃথা চেষ্টা করেন।এ সময় রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওর্য়ী বাপ্পি, ব্যাংকার সাজু সরকার, সহকারী অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাদ, প্রেসক্লাব সম্পাদক রফিকুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন।
+ There are no comments
Add yours