বিশেষ প্রতিনিধি॥
চলতি প্রজন্মের ব্যস্ত টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গত কয়েক বছরে নানা রকম চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি।
তবে এবার ব্যস্ততাকে ছুটি দিয়ে পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে থাইল্যান্ডে উড়াল দিয়েছেন তিনি। হিমির সঙ্গে রয়েছেন তার বাবা ও মা। ক’দিন ধরে সেখানেই রয়েছেন তিনি।
বাবা-মা’র সঙ্গে নানা জায়গায় ঘুরছেন, শপিং করছেন। থাইল্যান্ড থেকে নানারকম খাবারও ট্রাই করছেন।
হিমি এ ছুটি বিষয়ে বলেন, অনেক দিন ধরে ছুটি পাচ্ছিলাম না। শুটিং নিয়ে টানা ব্যস্ততা ছিল। সিসিএল’র প্র্যাকটিস করেছি কিছুদিন। সব মিলিয়ে বেশ বোরিং অনুভব করছিলাম। তাই আমার বাবা-মা’কে নিয়ে একটু অন্যরকম সময় কাটাতেই এবারের সফর। হিমি আরও বলেন, এবার কোনো শুটিং নেই এখানে। অনেকেই ভাবছেন শুটিংয়ের জন্য এসেছি। আসলে তা না। আসলে এবার কেবল নিজেকে ও পরিবারকেই সময় দিতে চাই। এরকম সময় খুব একটা পার করা হচ্ছে না।
+ There are no comments
Add yours