অনলাইন ডেস্ক॥
দক্ষিণ কোরিয়ায় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ফিরেই ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয়ের জন্য দর্শকের প্রশংসায় মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
বিদেশে থাকার কারণে তিশার মোবাইল ফোন বন্ধ ছিল। দেশে ফিরে ফোনটি অন করতেই দর্শক-সমালোচকদের প্রতিক্রিয়া দেখে বিস্মিত হন তিনি।
বিষয়টি নিয়ে গতকাল দুপুরে তিশা বলেন, ‘শনিবার মধ্যরাতে দেশে ফিরেছি। ফিরেই জানতে পারলাম ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় আমার অভিনয় দর্শকদের ভালো লেগেছে। তাদের অসংখ্য মেসেজ দেখে মন ভরে গেছে। এ জন্য আসলে আমি সবার কাছে কৃতজ্ঞ।’ তিনি আরও বলেন, ‘একটি ভালো কাজের পেছনে সবাইকে অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম করার পর প্রতিক্রিয়া ভালো আসলে সার্থক মনে হয়।’
বঙ্গবন্ধুর বায়োপিকে তিশাকে দেখা গেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকায়। চরিত্রটি নিয়ে তিশা বলেন, ‘আমি বঙ্গবন্ধুর স্ত্রী চরিত্রে অভিনয় করছি। এই চরিত্রের ২০ বছর বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাকে দর্শকরা পেয়েছেন। এই সিনেমায় অভিনয় করা মানেই ইতিহাসের অংশ হওয়া। নিঃসন্দেহে অভিনয়শিল্পী হিসেবে এটা ভীষণ ভালো লাগার।’
+ There are no comments
Add yours