অনলাইন ডেস্ক॥
সব অভিযোগ, মান-অভিমান দূরে ঠেলে ফের একসঙ্গে সংসার শুরু করেছেন ভারতীয় বাংলা সিনেমার তারকা দম্পতি প্রিয়াঙ্কা সরকার ও রাহুল ব্যানার্জি।
ভাঙা সংসার জোরা লাগানোর অন্তরায় ছিল আইনি জটিলতা। আদালত থেকে সেই সমস্যারও সমাধান হয়েছে। এ দুই তারকার ভাষায়‘ছেলে সহজের কথা ভেবেই সম্পর্ক সহজ করলেন তারা।’
পুরোনো সংসার গুছিয়ে নেওয়া নিয়ে এর আগে কথা বলেছেন রাহুল। তবে প্রিয়াঙ্কা সরকার সেভাবে মুখ খুলেননি। ৬ বছর পর পুরোনো সংসার নতুন করে গোছানোর অনুভূতির কথা ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী।
অতীতে ফিরে গিয়ে প্রিয়াঙ্কা সরকার বলেন, ‘আমি ১৩ বছর বয়স থেকে রাহুলকে চিনি। তখন ও আমার কাছে অরুণোদয়দা ছিল। আমরা নানা ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। এত বছরে সব পরিস্থিতিতে রাহুলকে বন্ধু হিসেবে পেয়েছি। যখন ছোট ছিলাম তখন আমার ভালো লাগত অন্য কাউকে, আর ও (রাহুল) ছিল অন্য সম্পর্কে। নিজেদের ভালো লাগা, সম্পর্ক নিয়ে সে সময় আলোচনা করতাম। তারপর ধীরে ধীরে আমাদের প্রেম হয়। প্রচন্ড ঝামেলা করেছি। দম্পতি হিসেবে হয়তো সম্পর্কটা ঠিকভাবে সেই মুহূর্তে এগিয়ে নিয়ে যেতে পারিনি। কিন্তু পরস্পরের প্রতি সম্মান ছিল।’
দাম্পত্য জীবনে প্রিয়াঙ্কারও কিছু ভুল ছিল, তা স্বীকার করে এ অভিনেত্রী বলেন, ‘অনেকেই বলছেন, ৬ বছর পর আবার একসঙ্গে পূজা কাটালাম। ি
+ There are no comments
Add yours