দিনাজপুর প্রতিনিধি॥
গত কয়েক বছরে দিনাজপুরের কৃষকদের কলা চাষে আগ্রহ বেড়েছে। কলা চাষের উপযোগী জলমুক্ত উঁচুজমি, ভালো ফলন, চাষে কম পরিশ্রম আর ভালো দাম পাওয়ায় এখানে কলা চাষে ঝুঁকছেন তারা। ফলন বেশী হওয়ায় উত্তরবঙ্গের বৃহৎ হাট বসে দিনাজপুরের ‘দশ মাইল কলার হাট’। দিনাজপুর অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে এখানকার কলা সরবরাহ হয়ে থাকে। ক
লার মৌসুমে প্রতিদিন এখানে প্রায় কোটি টাকার বাণিজ্য হয়। এখানে নানা সমস্যার পরেও সরকারের রাজস্ব আদায়ও ভালো। তবে অন্য জেলার কলা ব্যবসায়ীদের এখানে থাকার জন্য আবাসিক সুবিধা, শেড এবং টয়লেটের ব্যবস্থা করা হলে আরও বাণিজ্যের পরিমান বাড়বে বলে সংশ্লিষ্টরা জানান।
দিনাজপুরের দশমাইল কলার হাটে দেখা যায় প্রতিদিন সকাল ৯টায় ব্যস্ত সময় পার করছে কলা চাষী, ব্যবসায়ী ও পাইকাররা। এসময় বাজার জুড়ে সারি সারি কলার কাঁদি সাজানো থাকে। অন্যদিকে ট্রাকে কলা উঠানোর দৃশ্যও দেখা যায়। সমাগমে মুখর থাকে কলা চাষী, ব্যবসায়ী-পাইকারদের।
জেলার সবকটি উপজেলায় কলা চাষ করা হয়। তবে প্রায় ৬৫ থেকে ৭০শতাংশ কলা চাষ হয় জেলার সদর, বীরগঞ্জ, চিরিরবন্দর, কাহারোল ও বিরল উপজেলায়। দশ মাইল কলার হাটে বীরগঞ্জ, পীরগঞ্জ, খানসামা, সেতাবগঞ্জ, বিরল ও সৈয়দপুর থেকে বিক্রির জন্য কলা চাষীরা কলা নিয়ে আসেন। শ্রাবন মাসে শুরু হয়ে কার্তিক মাসের ২য় সপ্তাহ পর্যন্ত কলা বিক্রি চলে। বিভিন্ন এলাকা থেকে ভ্যান, পিকআপ ও নসিমনে করে এ হাটে বিক্রির জন্য কলা আনেন চাষী ও ব্যবসায়ীরা। ভোর হতে কলার হাটে কেনা বেচা শুরু হয়ে চলে সকাল ১০টা পর্যন্ত। কলা ক্রয় শেষে ব্যবসায়ীরা ট্রাক যোগে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় কলা বিক্রয়ের জন্য নিয়ে যায়।
+ There are no comments
Add yours