দিনে কাজ মাত্র একঘন্টা বেতন দেড় কোটি টাকা!

Estimated read time 0 min read
Spread the love

অনলাইন ডেস্ক॥

প্রতি দিনে মাত্র এক ঘণ্টা কাজ করে বছরে বেতন তোলেন দেড় কোটি টাকা। এমন একজনের কাজের সময় আর বেতনের কথা শুনে আপনার কাছে পুরোটাই অবিশ্বাস্য মনে হতে পারে। বাস্তবে এটাই সত্য। কারণ তিনি কাজ করেন গুগলে। আর গুগলই তাকে এই অবিশ্বাস্য রকমের মোটা অংকের টাকা দিয়ে থাকে।

‘ফরচুন’ ম্যাগাজিনের প্রতিবেদনের বরাত দিয়ে লাইভ মিন্ট ও ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, দিনে মাত্র এক ঘণ্টা কাজ করেন ওই ব্যক্তি। তাও আবার সপ্তাহে পাঁচ দিন। আর এই কাজেই বছর শেষে তাঁর বেতন দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। আমরা যদি এটাকে বাংলাদেশি টাকায় ধরি, তাহলে তিনি পাচ্ছেন ১ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার ৭২৫ টাকা। যখন ১ ডলার ১০৯ টাকা হিসেবে ধরা হলো। এই ব্যক্তির নাম ধরা হয়েছে ডেভন। আর এটি তার ছদ্মনাম। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বয়স মাত্র ২০ বছরের কাছাকাছি। কাজ করেন বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা গুগলে।

ওই ডেভন গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি দিনে বড়জোর এক ঘণ্টা সময় নিয়ে কাজ করেন। যদিও বোনাসসহ সংস্থার কর্মী হিসেবে যাবতীয় সুবিধা তিনি পান। তরুণ এই প্রযুক্তিবিদ গুগলের জন্য প্রোগ্রামিং এবং কোড লেখার কাজটুকু করেন। তিনি জানান, গুগল থেকে মেসেজ পেলেই ল্যাপটপ খুলে বসে যান কাজে। আর কাজ করেন মাত্র ঘণ্টাখানেক।

গণমাধ্যমের সাথে কথা বলার সময় ওই প্রযুক্তিবিদ গুগলের অনেক প্রশংসাও করেছেন। তার মতে, বিশ্বের অনেক বড় বড় সংস্থায় দীর্ঘ সময় নিয়ে কাজ করতে হয়। কিন্তু গুগলের কর্মীরা প্রয়োজন অনুসারে কাজ করেন। এমনকি কাজের পাশাপাশি তারা নিজের জীবন উপভোগ করতেও জানেন বলে জানান তিনি।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours