দেবদাস’ হতে পারেননি বলে কষ্ট পেয়েছিলেন সালমান

Estimated read time 1 min read
Spread the love

অনলাইন ডেস্ক :

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘দেবদাস’। এ যাবৎকালের বিগ বাজেটের এবং বিশাল অংকের আয় করা সিনোমা দেবদাস। সমালোচকরাও বলেন- যেমন এসেছে প্রশংসা তেমনি এই সিনেমার ঝুলিতে জমা পড়েছে কাড়ি কাড়ি টাকার সাফল্যও। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ মুক্তি পায় ২০০২ সালে।
ছবিটি ১৯১৭ সালে প্রকাশ হওয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে নির্মিত। শাহরুখ খান ছিলেন দেবদাস চরিত্রে। তার সঙ্গে পার্বতী হিসেবে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও মাধুরী দীক্ষিত পর্দা মাতিয়েছেন চন্দ্রমুখী চরিত্রে। জ্যাকি শ্রফ ছিলেন চুনিলালের ভূমিকায়। তবে মজার ব্যাপার হলো, এ সিনেমায় দেবদাসের ভূমিকায় দেখা যাওয়ার কথা ছিল বলিউড ভাইজান সালমান খানকে। তিনি নিজেও বেশ আগ্রহী ছিলেন ছবিটির জন্য। কিন্তু সঞ্জয় লীলা বানসালি দুই খানের মধ্য থেকে শাহরুখ খানকেই বেছে নেন।

এই ঘটনার পর সালমান খান এবং সঞ্জয় লীলা বানসালির সম্পর্ক কিছুটা খারাপ হয়। দেবদাস হতে না পারার দুঃখটা হজম করতে পারেননি সাল্লু ভাই। সেই জেরেই বহু বছর তিনি সঞ্জয়কে এড়িয়ে গেছেন। অবশেষে ২০০৭ সালে সঞ্জয়েরর ‘সাওয়ারিয়া’-তে কাজ করেন সালমান।

এখন সঞ্জয় লীলা বনসালি আলিয়া ভাট অভিনীত তার ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবি নিয়ে ব্যস্ত। এ সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। বায়োগ্রাফিক্যাল ক্রাইম ড্রামা ফিল্মটি আগামী বছরের ৬ জানুয়ারি মুক্তি পাবে। একইদিনে সালমান খানের ছবি ‘টাইগার ৩’-ও মুক্তি পাবে।তাই নতুন করে আলোচনায় এসেছে সালমান-সঞ্জয়ের সম্পর্কটা। একই দিন মুখোমুখি হচ্ছে তাদের সিনেমা। সম্পর্কটা কী তবে শীতল তাদের, সেই প্রশ্নই উঠছে সবখানে।

 

 

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours