অনলাইন নিউজ ডেস্ক॥
দীর্ঘ ২৪ বছর পর কুড়িগ্রাম সদরে ধরলা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা। নৌকা বাইচকে ঘিরে হাজার হাজার মানুষের সমাগম ঘটে ধরলার দুই তীরে।
বাইচ দেখতে জেলা ও জেলার বাইরের শিশু-কিশোরসহ নানান বয়সের মানুষের উপচে পড়া ভিড়ে নদীর দুই তীর পরিণত হয় জনসমুদ্রে। শুক্রবার বিকেলে ব্রিজের পূর্ব পাড়ে ধরলা নদীতে এ নৌকা বাইচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি মহিষ, দ্বিতীয় পুরস্কার একটি গরু ও তৃতীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ উপহার দেন আয়োজক কমিটি।
ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ছোট বড় মিলে ২২টি নৌকা অংশ নেয়। এর মধ্যে প্রথম স্থান অধিকার করে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারির ঝাড় এলাকার ৭১ এর সৈনিক নামের নৌকাটি। ২য় স্থান অধিকার করে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার দুরন্ত পাখি নামের নৌকাটি।
খোঁজ নিয়ে জানা গেছে, সদরের ধরলা ব্রিজ পূর্ব পাড় থেকে নৌকা বাইচের আয়োজন শুরু হয়। ১৫ দিন ব্যাপী এ খেলায় জেলা ও জেলার বাইরে থেকে আসা বিভিন্ন নৌকা এই প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের সাত ভাই এন্টারপ্রাইজ ও ভাই ভাই এন্টারপ্রাইজ, দুরন্ত পাখি, ফুলবাড়ি উপজেলার বাংলা বাজার এন্টারপ্রাইজ, দশ বন্ধু, মামা ভাগ্নে, হলোখানা ইউনিয়নের দশের দোয়া ও একতা,গাজী সৈনিক, রৌমারী ও জামালপুর,ও গাইবান্দার তুফান তরী ও ভূরুঙ্গামারী উপজেলার ৭১ এর সৈনিকসহ অনান্য নৌকা।
+ There are no comments
Add yours