সংবাদদাতা॥
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুক্রবার দুপুরে উপজেলার তিতাস নদীতে এই অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান।
এসময় প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও অবৈধ রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন ধরে উপজেলার তিতাস নদীতে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে জেলেরা মাছ ধরছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার তিতাস নদীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ-১৯৫০ সানের আইনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলেরা সবাই পালিয়ে যান। পরে তিতাস নদী থেকে প্রায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়। পরে তা জনসম্মুখে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।
তিনি আরো জানান, তিতাস নদীতে অভিযান পরিচালনা করে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোরা দায়ে ১ নৌকাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ অনুযায়ী নৌকার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও নবীনগর থানা পুলিশ উপস্থিত ছিলো।
+ There are no comments
Add yours