মোঃ আব্দুল হান্নানঃ
শীত শুর হয়েছে আরো অনেক আগেই।এখন চলছে শীতের প্রায় শেষ পর্যায়ের সময়।বাজারে আরো আগ থেকেই উঠতে শুরু করেছে শীতকালীন শাক সবজি কিন্তু বিক্রি হচ্ছে চড়া মুল্যে। চড়া মুল্যের কারনে শীতের সবজি কিনে খেতে পারছে না সাধারণ নিম্ন আয়ের মানুষ।
সরেজমিন সবজি বাজার ঘুড়ে দেখা গেছে প্রতি কেজি আলু ৩০ টাকা, প্রতিকেজি সীম ৫০ থেকে ৬০ টাকা,প্রতিকেজি টমেটো ৫০ থেকে ৬০ টাকা,প্রতি কেজি গাজর ৩০ টাকা, প্রতি কেজি ভটভটি ৬০ টাকা,প্রতিকেজি বেগুন ৩০ টাকা মুলা প্রতি হালি ৪টি আকার বেধে ৩০ হতে ৫০ টাকা,প্রতিকেজি করল্লা ৮০ টাকা,প্রতিকেজি মিষ্টি কুমড়া ৮০ টাকা,লাউ প্রতি পিস আকার বেধে ৬০ থেকে ৭০ টাকা,প্রতি হালি ৪ মুটা লাল ও পালং শাক ৩০ টাকা, কাচ কলা প্রতি হালি ৪টি ৩০ টাকা ধনে পাতা প্রতিকেজি ৭০ টাকা,কাচা মরিচ প্রতিকেজি ৮০টাকা। মৌসুমে সবজির বাজারে এত মুল্য বৃদ্বির কারন কি জানতে চাইলে ব্যবসায়ীরা জানান,আমদানী কম ও পরিবহন খরচ বেশী হওয়ার কারনে সাধারণত এমন হতে পারে বলে জানান নাসিরনগর বাজারের সবজি ব্যবসায়ীরা।
+ There are no comments
Add yours