নাসিরনগর সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে নিজের স্ত্রীকে ভিকটিম, শ্বশুরকে বাদী আর আপন ভাই বোনকে আসামী বানিয়ে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে। সরেজমিন এলাকায় গিয়ে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা গেছে, গ্রামের মৃত নাসিরউদ্দিন খানের ছেলে উসমান খান তার স্ত্রী হোসনা বেগমকে নিজেই মারপিট করে ভিকটিম সাজিয়ে জখমী সনদ সংগ্রহ করে পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার নাজিরপুর গ্রামের মৃত লাল মিয়া মোল্লার ছেলে উসমানের শ্বশুর মোঃ আজিজুর রহমানকে বাদী বানিয়ে উসমানের আপন প্রবাসী ছোটভাই মোঃ দাউদ খান, জাবেদ খান, বোন সাবেরা, রীনা ও ছোট ভাইয়ের স্ত্রী সাদেকাকে আসামী করে গত ১৭ অক্টোবর ২০২১ তারিখে ব্রাক্ষণবাড়িয়ার বিজ্ঞ চীফ জুডিশিয়াল আদালতে মামলা জি,আর ১৮৪ নং দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে নাসিরনগর থানাকে নির্দেশ প্রদান করে।
এস আই জুলফিকার আলীর তদন্তের পর এফ আই আর রুপে গন্য করেন। সরেজমিন হরিপুরে গিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন নারী পুরুষের সাথে কথা বললে, তারা জানায়, ঘটনার সময় ও তারিখে মামলার আসামীরা কেউই বাড়িতে ছিলেন না। তারা জানান, উসমান খানের স্ত্রী হোসনা বেগম একজন বেপরোয়া প্রকৃতির । ওই দিন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে উসমান তার স্ত্রীকে মারপিট করে। পরে উসমান নিজে তার ছেলে দুই শ্যালক স্বাক্ষী সেজে শ্বশুরকে বাদী বানিয়ে আপন ভাই বোনের নামে মামলা করে। ইতি মধ্যে মামলা এক স্বাক্ষী ফয়সল খান ঘটনা সত্য নয় বলে আদালতে দাড়িয়ে নোটারী পাবলিকের মাধ্যমে হলফনামা প্রদান করেছে। স্থানীয়রা আরো জানায়, উসমান খান ভয়ানক ক্রিমিনাল প্রকৃতির লোক। উসমান খানের বিরুদ্ধে থানায় ও আদালতে একাধিক মামলা মোকদ্দমা চলমান রয়েছে। এ বিষয়ে মামলার বাদী আজিজুর রহমানের মোবাইল ফোনে একাদিক বার যোগাযোগ করে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেন না। মামলার তদন্তকারী কর্মকর্তা নাসিরনগর থানা পুলিশের এস,আই জুলফিকার আলী জানায় জখমী সনদ থাকায় মামলা এফ,আই,আর করা হয়েছে।এখন তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
+ There are no comments
Add yours