নায়িকাদের সংসার না টেকার কারণ জানালেন ফারিয়া

Estimated read time 1 min read

অনলাইন ডেস্ক॥
ফারিয়া শাহরিন। মডেলিংয়ের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছেন নাটকেও। নায়িকাদের বিয়ে টেকা না টেকা নিয়ে একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেত্রী।

লেখার শুরুতে ফারিয়া শাহরিন বলেন, আজ সারা দিন ভাবলাম, নায়িকাদের সংসার কেন টিকে না। আমি আমার মতামত দিচ্ছি, কারও দুঃখ লাগলে দয়া করে ক্ষমা করবেন। নায়িকা হলো স্বপ্নের মানুষ।

স্বপ্নে তার হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়। লুতুপুতু প্রেম করা যায়।

তার কথা ভাবতে ভাবতে অনেক কিছুই পুরুষরা করে। বাস্তব জীবনের কিছু উদাহরণ টেনে ফারিয়া শাহরিন বলেন, ওই নায়িকাকে যখন দেখবেন বাসায় ছিঁড়া গেঞ্জি পরে রান্না করতেছে, মেকআপ ছাড়া বউয়ের মতো মাথায় তেল দিয়ে বাসা ঝাড়ু দিচ্ছে, দাঁত মাজছে, পেত্নীর মতো দুই পা ঝুলাইয়া মোবাইল টিপতেছে আর খাচ্ছে, ওই নায়িকা তখন আর স্বপ্নের নায়িকা থাকবে না। বরং বাস্তবের জরিনা হয়ে যাবে। মেকআপ ছাড়া খুব কম নায়িকাই সুন্দরী। তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, মেকআপসহ টিভিতে, টিকটকে, সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো নায়িকা লুতুপুতু সুন্দরী না। খুব কমই নায়িকা আছে যে, ন্যাচারালি সুন্দর।

তাই নায়িকারা টিভি’র জগতে থাকলেই সুন্দর। বাস্তবে শাকচুন্নি হওয়ার থেকে স্বপ্নের অপ্সরা হয়ে বেঁচে থাকলেই বরং ভালো। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। পরে বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রটি তার পরিচিতি বাড়িয়ে দেয়।

অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে সর্বাধিক আলোচিত হন তিনি।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours