অনলাইন ডেস্ক॥
টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বাণিজ্যিক ছবিতে তার কাজের প্রশংসা অনেক। তবে এখন সময় নিজেকে ভেঙেচুরে দর্শকের সামনে উপস্থাপনের। সম্প্রতি মুক্তি পেয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত দেবী চৌধুরানীর পোস্টার। এতে ৩টি লুকে অনবদ্য শ্রাবন্তী। ক্যারিয়ারের সাফল্য যখন মধ্য গগনে তখন এসে গেল আরও এক সুবর্ণ সুযোগ। দীর্ঘদিনের স্বপ্নপূরণ বললেও হয়তো খুব বেশি বলা হবে না। কারণ একজন অভিনেত্রী হিসেবে শ্রাবন্তীর দীর্ঘদিনের ইচ্ছা ছিল কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ারের। এবার এ স্বপ্ন পূরণ হতে চলেছে তার। ‘আমার বস’ সিনেমার সৌজন্যে এ স্বপ্ন ধরা দিচ্ছে তার হাতে।
প্রথমবার পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে কাজ আর রাখির সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন শ্রাবন্তী। তিনি বলেন, শিবুদার সঙ্গে কাজ করার ইচ্ছাটা আমার বহুদিনের। অনেকবার কথাবার্তাও হয়েছে। কিন্তু, শেষ পর্যন্ত আর কিছু সেভাবে হয়ে ওঠেনি। কিন্তু, কথায় আছে না সব জিনিসেরই একটা নির্দিষ্ট সময় থাকে। এবার তার ছবিতে আমি নিজেকে ভাঙার চ্যালেঞ্জ নিয়েছি।
+ There are no comments
Add yours