অনলাইন ডেস্ক॥
আদিত্য রায় কাপুরের সঙ্গে জমিয়ে প্রেম করছেন। ‘কফি উইথ করণ’ এ এসে আদিত্যকে নিয়ে মনের কথা খোলাসা করেছেন অনন্যা পাণ্ডে। তিনি বুঝিয়ে দিয়েছেন, তার প্রেম নিয়ে যে নানা গুঞ্জন উড়ছে, সেটাকে তিনি একেবারেই পাত্তা দেন না। আদিত্যকে নিয়ে তিনি যে বিন্দাস, তা অনন্যা রীতিমতো স্পষ্ট করেছেন করণের টক শোয়ে। তবে এবার আর প্রেম নয়, বরং অনন্যা মুখ খুললেন ট্রোলারদের বিরুদ্ধে। যাঁরা তার শরীর নিয়ে সোশাল মিডিয়ায় অনবরত ট্রোল করেন, সেই বডি শেমিংয়ের বিরুদ্ধেই এবার গর্জে উঠলেন। সম্প্রতি অনন্যা একটি সাক্ষাৎকারে বলেন, এমনিতে আমি ঠোঁটকাটা, বিন্দাস। মনে যা, মুখে তা। তবে যখন সোশাল মিডিয়ায় আমার শরীর নিয়ে যাচ্ছেতাই বলা হয়। তখন মাঝে মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকি।
নিরাপত্তাহীনতায় অনন্যা!

+ There are no comments
Add yours