নির্বাচন করবেন লায়ন ফিরোজুর

Estimated read time 1 min read
Spread the love

মোহাম্মদ ইদ্রিস, ব্রাহ্মণবাড়িয়া॥

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করলেও দলীয় মনোনয়ন পাননি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও। মনোনয়ন ঘোষণার পর পরই নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি নির্বাচন করার ঘোষণা দেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মনোনয়ন না পেলেও প্রার্থী হওয়া যাবে। আমি ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের শোক সভায় এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলাম। আমার সেই কথা যদি এখন না রাখি তাহলে গুনাহ হবে। আমি এমপি নির্বাচন করবো।

এসময় তিনি আরও বলেন, আমার সাথে কেউ আসলে স্বাগত জানাবো। আমি তো অন্তত আমার ভোট দিতে পারবো। নির্বাচনকে সামনে রেখে অনেকেই বিভিন্ন ধরনের বাজে প্রোপাগাণ্ডার ছড়াচ্ছে। তার ফেসবুক আইডি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার একটি পোস্ট দেয়া হয়েছে। জনগণের সামনে আমি ওয়াদা করেছি। এখন নির্বাচন না করলে গুনাহগার হব। ফেসবুক লাইভে কথা বলার মাঝখানে কেও একজন ফোন করলে তাকে বলতে শোনা যায়; ঘাবড়ে যাওয়া, ভয় পাওয়ার লোক আমি না, নির্বাচন করব। দলীয় নির্দেশনা মোতাবেক নৌকার পাশাপাশি তিনি নির্বাচন করবেন বলে জানান।

লায়ন ফিরোজুর রহমান ওলিও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদে ২৬ বছর চেয়ারম্যান (৫ বার) ছিলেন। পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের উদ্যোক্তা পরিচালক এবং সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর পরিচালক পদে আছেন।

উল্লেখ্য, তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) সংসদীয় আসনে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান সাংসদ র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours