নীরব প্রহর
মোঃ আঃ কুদদূস
(প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা)
যেতে চাই মেঘপাখির কাছে
যেন ছুঁতে পারি
পাহাড়নদী, স্বচ্ছ জল
যেখানে দাঁড়কাকের চোখ আছে।
এই নিষ্ঠুর শহরের মানুষ ও বাতাস
সব ঘুরে বেড়ায়
উড়ে বেড়ায় — চাঁদের হাটে
যদিও খুঁজে বেড়ায় খোলা আকাশ।
যেতে চাই নতুন ফুলের দেশে
ঘুরে ফিরে আসবে যেথায়
চোখ বুজে নীরব প্রহর
অনন্তলোকের অলকানন্দা বেশে।
অসার গাধামির কবলে বসে
কেন আজো খুঁজতে যাই
নিরন্তর সরলরেখার টান
যদিও বুক হতে সাহস পড়ে খসে।
২৮ আগস্ট ২০২২
ব্রাহ্মণবাড়িয়া।
+ There are no comments
Add yours