অনলাইন ডেস্ক॥
আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়ে কৃষকরাও খুশি। প্রতি বছর কৃষকরা আগাম আমন ঘরে তুলে আলুর বাজার ধরার আশায় আগেভাগেই বীজ রোপণ করে দেন। বাড়তি ঝামেলা ছাড়া খেতেই প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে প্রায় ৮০ টাকা দরে। এই মুহূর্তে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নতুন আলু তোলা শুরু করেছে কৃষকরা। খেতে কেউ মাটি খুঁড়ছেন, কেউ আলু কুড়াচ্ছেন, কেউ বা আবার বস্তায় আলু ভরছেন বিক্রির জন্য। আলু তোলার এমন দৃশ্য চোখে পড়ে উপজেলার বিস্তীর্ণ এলাকায়। কিশোরগঞ্জ উপজেলার কুঠিপাড়া গ্রামের এক কৃষক গণমাধ্যমকে বলেন, ভালো দরে আলু বিক্রি করেছি। খরচ বাদে দ্বিগুণ লাভ হচ্ছে। একজন আলু ব্যবসায়ী বলেন, কিশোরীগঞ্জে প্রতিবছরই আগাম আলু উত্তোলন হয়। এ কারণে চাঁদপুর থেকে এসে নতুন আলু কিনে নিয়ে যান অনেকেই। কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, চলতি বছর ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ৪ হাজার ৬০০ হেক্টরে আগাম আলু আবাদ হয়েছে। তিনি জানান, এখানকার মাটি আলু চাষের জন্য বেশ উপযোগী। এজন্য এবার আলুর বাম্পার ফলন হয়েছে। তার মতে, আলুর চাহিদা বাড়ায় এবং আগাম জাতের আলুতে ভালো দাম পাওয়ায়, দিনে দিনে আলু চাষীদের সংখ্যা বাড়ছে। তিনি আরও জানান আলু চাষকে লাভজনক করতে কৃষকদেরকে সকল প্রকার পরামর্শ দেওয়া হচ্ছে।
নীলফামারীতে নতুন আলুর বাম্পার ফলন!

+ There are no comments
Add yours