পানি উন্নয়ন বোর্ড ১০২ জন নিয়োগ দেবে

Spread the love

অনলাইন ডেস্ক॥
১০২ জন নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড:

পদ, যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সহকারী পরিচালক (প্রশাসন) পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর পাস। উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর) প্রাক্কলনিক পদে নেবে ৬৭ জন। যোগ্যতা পুরকৌশলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ) ১০ জন দরকার। যোগ্যতা যন্ত্রকৌশল, তড়িৎ কৌশল বা শক্তিকৌশলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। হিসাবরক্ষক নেবে ১৯ জন। বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস।
সব পদের ক্ষেত্রেই শিক্ষাজীবনে কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অভিজ্ঞতা থাকতে হবে এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টসহ কম্পিউটার চালনায়। ১ মার্চ ২০২৪ সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় সর্বোচ্চ ৩২ বছর।
কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
অনলাইনে আবেদন যেভাবে : সহকারী পরিচালক (প্রশাসন) পদে আবেদন পাঠানো যাবে ১ এপ্রিল ২০২৪ এবং অন্যান্য পদের আবেদন পাঠানো যাবে ৮ এপ্রিল ২০২৪ বিকেল ৪টা পর্যন্ত। পানি উন্নয়ন বোর্ডের অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালে (jobs.bwdb.gov.bd) লগইন করে আবেদন ও পেমেন্ট জমা দিতে হবে। আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য দরকারি তথ্য পাওয়া যাবে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও বাপাউবোর ওয়েবসাইটে (bwdb.gov.bd)।
নিয়োগ পরীক্ষার ধরন : প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে।
সে জন্য অনলাইনে আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে। জানা যায়, প্রথমেই নেওয়া হবে এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক বা ভাইভা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যাবহারিক পরীক্ষাও নেওয়া হতে পারে। লিখিত, মৌখিক বা ব্যাবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বাপাউবোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
নিয়োগ পরীক্ষার বিষয় ও প্রস্তুতি : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২০২৩ সালের সহকারী পরিচালক ও উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, নিয়োগ কর্তৃপক্ষ সব পদেই এক ঘণ্টা ৩০ মিনিটের পরীক্ষায় মোট ৭০ নম্বরের এমসিকিউ এবং লিখিত রচনামূলক এই দুই ধরনের প্রশ্নে সাজানো হয়েছিল। প্রশ্নপত্রে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান এই চার বিষয়ের ওপরই প্রশ্ন করা হয়। বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের আলোকে বলা যায়, এবারের নিয়োগ পরীক্ষায় একই পদ্ধতিতে প্রশ্ন করা হতে পারে। তাই পরীক্ষার প্রস্তুতির জন্য নবম-দশম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত পাঠ বই এবং সাম্প্রতিককালের সাধারণ জ্ঞানের বইগুলো বেশ কাজে দেবে। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রসহ প্রস্তুতির বেশ কিছু প্রকাশনার বই বাজারে পাওয়া যায়। বইগুলোও বেশ কাজে দেবে প্রস্তুতিতে।
বেতন-ভাতা : জাতীয় বেতন স্কেলে সহকারী পরিচালক (প্রশাসন) পদে ২২,০০০-৫৩,০৬০ টাকা, উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর) প্রাক্কলনিক এবং উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ) পদে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং হিসাবরক্ষক পদে ১১,৩০০-২৭,৩০০ টাকা বেতন ও অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours