পারিবারিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে

Spread the love

সম্পাদকীয়:

আমাদের সন্তানরা কী করছে? শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসেই স্মার্ট ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে।

কখনও ইউটিউব, কখনও ফেসবুক, কখনও টিকটক-লাইকিতে মেতে আছে তারা।

এমন বাস্তবতাই এখন ঘরে ঘরে। অনেক নারীদের মতে, মোবাইল ছাড়া বাচ্চারা খেতে চায় না, ঘুমাতে যেতেও বায়না ধরে, স্কুলে না যাওয়ার ভয়ও দেখায়।

অনেক ক্ষেত্রে আমাদের মানসিকভাবে ব্লাকমেইল করার চেষ্টা করে তারা।

আমি এখানে একটি কথা যোগ করতে চাই, সেটচা হলো; পরিবারের চর্চার বিষয়টিতে আমাদেরকে জোর দিতে হবে।

আমরা বড়রা যা করি, তার দিকে নজর থাকে আমাদের ছোটদের। যেখানে আমরা বড়রা সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকবো, সেখানে তাদেরকে ফোনের ব্যবহারে নিষেধ করবো কীভাবে।

আর এজন্যই এই বিষয়টি মাথায় রেখে যেকোনো আসক্তির পেছনের ইতিহাসটা জেনে তার সমাধানটা পারিবারিকভাবেই নিতে হবে।

আর এজন্যই আমাদেরকে পারিবারিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours